নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জে করোনা ভাইরাসে আক্রান্ত মৃত ব্যক্তিদের দাফনে এগিয়ে আসা দেশ-বিদেশে আলোচিত নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ করোনায় আক্রান্ত হয়েছেন।
‘মানবতার ফেরিওয়ালা’ উপাধি পাওয়া এই কাউন্সিলর রবিবার বিকাল ৫টা ৩৭ মিনিটে নিজের ফেসবুক আইডিতে লাইভে এসে করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে খোরশেদের স্ত্রীর লুনার ২২ মে নমুনা সংগ্রহ করা হলে ২৩ মে ফলাফলে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।
কাউন্সিলর খোরশেদ জানান, আজ নমুনা পরীক্ষার রিপোর্ট পেয়েছি। এতে আমার দেহে করোনা ভাইরাসে উপস্থিতি পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) পর্যন্ত ৬১টি মরদেহ দাফন করেছি। বর্তমানে নিজ বাড়িতেই আইসোলেশনে আছি। বাড়িতে থেকেই চিকিৎসা নেবো।পরে অবস্হার অবনতি হলে হাসপাতালের এডমিট করা হয়।
তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন, মহান আল্লাহ উনাকে দ্রুত সুস্থতা দান করুন, আমিন।
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.