নিরাপদে এবং কঠোর গোপনীয়তায় নির্বিঘ্নে অর্থ পাচারের অভিনব পদ্ধতি উদ্ভাবন করেছে এই ডাকাত, লুটেরা সরকার। ‘ওভার ইনভয়েসিং’ বা ‘আন্ডার ইনভয়েসিং’ ই ছিল এতদিন অর্থ পাচারের অন্যতম নিরাপদ উপায়।লুটেরা, ভোট চোর শেখ হাসিনা এবং তাঁর সুযোগ্য ডাকাত পুত্রের কল্যাণে এখন অর্থ পাচার করার আরও অভিনব উপায় আবিষ্কৃত হয়েছে। এটি পূর্বের মতো আর জটিল নয়। বঙ্গবন্ধু পরিবারের কোন সদস্য বা আওয়ামীলীগের লুটেরা বাহিনীর কাউকে হাত করতে পারলেই টাকা পাচারের এই নতুন উপায় ব্যবহার করা যায়। ১৬ জানুয়ারী, ২০১৭ তে দৈনিক যুগান্তর পত্রিকা ‘অর্থ পাচারের ভয়াবহ তথ্য’ নামে একটি অনুসন্ধানী রিপোর্ট করে বিদেশে শত শত কোটি টাকা নির্বিঘ্নে পাচারের বিভিন্ন উপায় নিয়ে। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, অভিযোগের তদন্ত হওয়া উচিত। এটা সরাসরি জালিয়াতি। অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মিলে এ বিষয়ে তদন্ত করতে পারে। এক্ষেত্রে আইনি সহায়তা দিতে পারে আইন মন্ত্রণালয়। তাদের তদন্ত প্রতিবেদন জমা দিতে পারে দুদকে। সব মিলিয়ে আইনানুগ তদন্ত এবং শাস্তি নিশ্চিত করতে না পারলে অর্থপাচার বন্ধ করা যাবে না।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ যুগান্তরকে বলেন, এ বিষয়ে ভালোভাবে তদন্ত করা দরকার। দেখা যাবে তদন্তে কেঁচো খুঁড়তে সাপও বেরিয়ে আসতে পারে। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্সের সহায়তা নিয়ে অভিযোগের বিষয়ে তদন্ত করতে পারে। তার মতে, যেহেতু অভিযোগ উঠেছে সেহেতু সরকারকে এটি তদন্তের ব্যবস্থা করতে হবে। না হলে জনমনে সন্দেহ আরও বাড়বে।
বিশিষ্ট ব্যাংকার সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ যুগান্তরকে বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছিল। এটা সরসরি জালিয়াতি। বিভিন্ন পক্ষের যোগসাজশে এমনটি করা হয়। তিনি কিছুটা স্মৃতিচারণ করে বলেন, প্রায় ২০ বছর আগে নারায়ণগঞ্জে এ ধরনের একটি ঘটনা ধরা পড়ে। আসার কথা ছিল তেলভর্তি জাহাজ, এসেছে পানিভর্তি জাহাজ। আর নতুন এ ফর্মুলায় তো কিছুই আনা হচ্ছে না (!) মূলত সুশাসনের ঘাটতির কারণে এসব জালিয়াতির ঘটনা ঘটছে বলে মনে করেন তিনি।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন যুগান্তরকে বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত হওয়া উচিত। এক্ষেত্রে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) তদন্ত করতে পারে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঋণপত্র বা এলসি খোলার সময় ওভার ইনভয়েসিং কিংবা আন্ডার ইনভয়েসিং করে বিদেশে অর্থ পাচার করার অভিযোগ বা ফর্মুলা সেকেলে এবং আংশিক সত্য। তাছাড়া টাকা পাচার ছাড়াও আমদানি শুল্কের বোঝা কিছুটা কমাতে অনেকে আন্ডার ইনভয়েসিং করে থাকেন।
পূর্বের মতো এখনও হুন্ডির মাধ্যমে অর্থ পাচার করা যায়। কিন্তু এই উপায়ে বিশাল অংকের অর্থ পাচার করা বেশ জটিল।অথবা সময়, সুযোগে আকাশ পথে বিদেশ ভ্রমণের মাধ্যমে সাথে থাকা লাগেজে করে অনেকে ডলার বিদেশে পাচার করেন। তবে এই উপায় সর্বদা সহজ নয়। আবার অনেকে গার্মেন্টস বা অন্য কোন পন্য আমদানির সময় কৌশলে বিদেশে অর্থ পাচার করেন। কিন্তু এই উপায়েও খুব বিশাল পরিমাণ অর্থ বিদেশে পাচার করা যায় না। অর্থ পাচারের উপরোক্ত নতুন উপায়টি অবলম্বন করে যে কোন ব্যক্তি বিশাল অংকের যে কোন অর্থ খুব সহজেই বিদেশে পাচার করতে সমর্থ হবে।
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.