সে অনেক দিন আগের কথা, আমি তখন পঞ্চম শ্রেনীতে পড়ি। আমি আমাদের গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছিলাম। আপনাদের একটা কথা বলে রাখি সেখানে নানা রকম পেরানরমাল ঘটনা ঘটে। অনেকে বলে সেখানে নানা রকম অদ্ভুত ঘটনা ঘটে থাকে, তবে আমি তেমন কিছু কখনও দেখি নাই, তাই বিশ্বাস ও করি না । কিন্তু কেউ এই ধরনের ঘটনা বললে আমি খুব মনোযোগ দিয়ে শুনি। কারন গল্প গুলো শুনতে আমার ভালই লাগে। যাই হোক আপনাদের একটা কথা বলে রাখি আমার বড় বাবার ছোট ভাই অনেক পরহেজগার লোক ছিলেন এবং তার কাছে প্রায়ই সময় নাকি জ্বীন আসত এবং তার সেবা করত। তাছারাও আমার দুই দাদীর সাথে জ্বীন ছিল । ঝারফুক করে একজনের থেকে জ্বীনের আছর সরিয়ে নেয়া হয়েছে কিন্তু এখন ছোট দাদীর সাথে জ্বীন আছে এবং সে একদিন আমাকে একেবারে গরম মিষ্টি খাইয়েছে। আপনাদের ঘটনার বাইরে অনেক কথা বললাম যাতে আপনাদের কাছে ব্যপারটা স্পষ্ট হয়। যদিও ঘটনাটা খুব বেশী দীর্ঘ না কিন্তু আমার নিজ চোখে যাই দেখেছি তাই বলব- আমার পঞ্চম শ্রেনীর বাৎসরিক পরীক্ষা সবে মাত্র শেষ হয়েছে । তাই আমি তারাহুরা করে গ্রামের বাড়িতে চলে গেলাম ছোট দাদার বাসায়। দুই দিন থাকলাম ঐ বাসায়। আসার দিন ঘটল সেই রহস্যময় ঘটনা। তখন ঠিক দুপুর ২টা আমাকে গাড়িতে পৌছে দেবার জন্য ছোট দাদা সনি চাচ্চু কে আমার সাথে পাঠালো। আমি একটু আগে আগে বেড় হয়েছি, গেট থেকে বাহিরে আসা মাত্রই দেখলাম আমাদের পারিবারিক কবরস্থানে একটি মেয়ে । দেখতে খুব সুন্দর এবং লম্বা ধরনের পোশাক পড়ে সে নিচের দিকে তাকিয়ে একা একা কবরস্থানে হাটছে। আমি খুব হকচকিয়ে গেলাম তাই খুব চিৎকার করে সনি চাচ্চু কে ডাকতে লাগলাম। সনি চাচ্চু গেট থেকে বের হবার আগেই এক নিমেষে উধাও হয়ে গেল অদৃশ্য মানবী। সনি চাচ্চু বেড় হল সে কিছুই দেখল না বটে কিন্তু সে আমার কথা অবিশ্বাস ও করল না বরং আমাকে বলল তোমার যে মেঝ ফুপু মারা গেছে তাকে হয়ত দেখেছো। তার পর অনেক বার আমি গিয়েছি কিন্তু তাকে আর দেখি নি। আমার শরীরের লোম দাড়িয়ে যাচ্ছে এই বাস্তব অভিঙ্গতা লিখালিখিতে লিখতে গিয়ে। ………..
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.