“এছাড়া কি বলার ছিল”
—–মাসুদ অরুন।
যদি এ জন্মে তোমাকে না পাই
তবে অভিশাপ দেব,
জমে থাকা দুঃখ গুলো শুকিয়ে যাক
রৌদ্র উজ্জ্বল ছটাই অভিশাপ দেব।
এই দারুন ঝড়ের রাতে
তোমার সুখের সংসার
একটুকুও না দোলে কখনো,
ভালোবাসার মায়াবী হাত
না পোড়ে অসময়ের দগ্ধ আগুনে।
জল পান্তা নুনের ছিটা,দুধের বাটি
মহাজনী কালের মেকুর
না ছােঁয় যেন কস্মিনকালেও,
অভিশাপ দেব।
সুগন্ধি বকুলের সুবাস
আজন্ম থেকে যাক তোমার ভিতর ,
কংকনের মিষ্টি নুপুর
বাজুক ধবল পূর্ণিমায়,
এ জন্মেও যদি না পাই তোমায়।