প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল উদ্দিন ও তাঁর স্ত্রী রুপা চৌধুরীকে দুর্নীতির মামলায় কারাগারে পাঠানো হয়েছে।
আজ রোববার ঢাকার বিশেষ জজ-৩-এ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক মোজ্জামেল হোসাইন দুজনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, আজ বিকেল পৌনে পাঁচটার দিকে শেখ হেলাল ও তাঁর স্ত্রী আদালতে আত্মসমর্পণ করেন। আদালতে শেখ হেলাল কারাগারে প্রথম শ্রেণীর মর্যাদা ও চিকিত্সা সুবিধা চেয়ে আবেদন করেন। আদালত কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
২০০৮ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে এ মামলা করেন। ওই বছরের ২৪ ফেব্রুয়ারি এই মামলায় শেখ হেলালকে ১৩ বছর ও রুপা চৌধুরীকে তিন বছর কারাদণ্ড দেন আদালত। এ সময় দুজনই পলাতক ছিলেন।
২০০৯ সালের ১১ জানুয়ারি তাঁরা দুজনই মামলাটি বাতিলের আবেদন করেন।
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.