নিজস্ব প্রতিবেদক: বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দল। স্যোশাল যোগাযোগ মাধ্যম জুম এর মাধ্যমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আগামী কাল ৩১ মে রবিবার যুক্তরাজ্য সময় ৫টায় এই ভার্চুয়াল আলোচনা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল, ১ম যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আলী।
এতে সবাইকে স্যোশাল মিডিয়ার মাধ্যমে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমদ শহীন, সাধারণ সম্পাদক মো: আবুল হোসেন।
Join Zoom Meeting link:
https://us04web.zoom.us/j/9350096617?pwd=THkxRzRlMWNnWFdHdzVQVk1tOTVNdz09
Meeting ID: 935 009 6617
Password: 2XehQE