বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় নিউমার্কেট থানা ছাত্রদলের তুখোড় ছাত্রনেতা, স্বৈরাচার বিরোধী আন্দোলনের উগ্র সৈনিক. স্লোগান মাস্টার শহীদ মাহবুবুর রহমান বাপ্পির পরিবারের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল বাসিত বাদশা. এজে লিমন ও যুক্তরাজ্য যুবদল নেতা বাবর চৌধুরী.
তারা তার পরিবারের কাছে নগদ অর্থ ও ঈদ উপহার প্রেরণ করেন.
নিউমার্কেট থানা ছাত্রদল নেতা রাশেদ নিহত বাপ্পির বাসায় গিয়ে তার উপহার পৌঁছে দিয়ে আসেন.
উল্লেখ্য ২০১৪ সালের টানা অনুরোধ চলাকালে স্বৈরশাসকরা কেড়ে নেয় বাপ্পির প্রাণ. আমরা হারাই এক খাঁটি রাজপথের সৈনিককে.
ধন্যবাদ যুক্তরাজ্য বিএনপিকে সুদূর প্রবাসে থেকেও আপনারা দলের আহত নিহতদের পাশে দাঁড়িয়েছেন বলে |
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.