নিজস্ব প্রতিবেদক: বিশ্বব্যাপী মহামারীতে প্রতি নিয়ত যুদ্ধ করছে সম্মুখ সারীতে থেকে বিভিন্ন হাসপাতালের ডাক্তার , নার্স ও বিভিন্ন কর্মীরা । তাদের প্রতি সন্মান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং কেন্দ্রীয় বিএনপির আহবানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের তত্ত্বাবধানে ১ লা মে থেকে মাসব্যাপী এনএইচএস ষ্টাফদের জন্য যুক্তরাজ্যের বিভিন্ন হাসপাতালে খাদ্য বিতরণ কর্মসূচী হাতে নেওয়া হয়েছে । তারই ধারাবাহিকতায় আজকে Monkton Ambulance Station, Russell House, Habburn Newcastle upon Tyne.North East Ambulane service এর ষ্টাফদের জন্য খাদ্য বিতরণ করে নিউ ক্যাসেল বিএনপি। এই সময় উপস্থিত ছিলেন নিউ ক্যাসেল বিএনপির সভাপতি আব্দুল মান্নান , সহ সভাপতি জহুর আলী , সহ সম্পাদক অহীদ খান ও উপদেষ্টা সাহান চৌধুরী ।
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.