নিজস্ব প্রতিবেদক: ব্রিটেনে করোনা ভাইরাসের প্রভাব এর শুরু থেকে এখন পর্যন্ত মানুষকে সচেতনতা মূলক কার্যক্রম থেকে শুরু করে করোনায় আক্রান্ত ঘরবন্দী পরিবারকে বাজার, খাবার ও ঔষধ সরবরাহ করে কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে বাঙালী সাতজন তরুনের স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ‘টিম সুপার সেভেন’। এই মহামারীর সময়ে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানব সেবার উজ্জ্বল দৃষ্টান্ত স্হাপন করেছে টিম সুপার সেভেন।
এবার এই স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান টিম সুপার সেভেন সিলেটের নিম্ন মধ্যবিত্ত, অসহায় মানুষদের পাশে দাড়িয়েছে ‘রামাদান প্যাকেজ’ নিয়ে। ত্রানের লাইন নয়, ঘটাকরে আয়োজন নয় বরং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে অসহায়, সাহায্যপ্রার্থীদের ঘরেই পৌছে দিচ্ছেন এই রামাদান প্যাকেজ। ২ মে শনিবার থেকে শুরু হওয়া এই ত্রান সহায়তা কার্যক্রম সামনের দিনে আরো বড় পরিসরে চালিয়ে যাবেন বলে জানিয়েছেন টিম সুপার সেভেন এর সদস্যরা।