করোনা ভাইরাসে আক্রান্ত দেশ। এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে ঘরবন্দি মানুষ। তাই কর্মহীন হয়ে পড়েছে মানুষ। অসহায় মানুষেরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। করোনা দুর্যোগে অসহায় মানুষের পাশে দাড়াতে নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার নির্দেশ মতে কর্মহীন অসহায় মানুষের পাশে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে তিতুমীর কলেজ ছাত্রদল।
শুক্রবার তিতুমীর কলেজ সংলগ্ন কলোম্বিয়া সুপার মার্কেটের সামনে মহাখালী করাইল বস্তির অর্ধশতাধিক হতদরিদ্র পরিবার গুলোর মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন , সিনিয়র সহ- সভাপতি কাজী রওনুকল ইসলাম শ্রাবণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা- মিঠু , তিতুমীর কলেজ ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন সিয়ামসহ তিতুমীর কলেজ ছাত্রদল- জলতরঙ্গ ইউনিটে নেতৃবৃন্দগণ।
এসময় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, আমাদের সাংগঠনিক অভিভাবক লন্ডনে থেকেও করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। তিনি নির্দেশ দিয়েছেন দেশের অসহায় মানুষের পাশে দাঁড়াতে। আমরা ছাত্রদল তার নির্দেশ অক্ষরে-অক্ষরে পালন করছি। খাদ্য সামগ্রী নিয়ে প্রতিদিন ছুটছি অসহায় পরিবারদের কাছে। খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছি তাদের হাতে।
সভাপতি কাজী রওনুকল ইসলাম শ্রাবণ বলেন, মানুষের বিপদে ছাত্রদল সময় সময় পাশে ছিল । এই করোনা পরিস্থিতিতেও মানুষের পাশে আছে। আগামীতেও পাশেই থাকবে।
তিতুমীর কলেজ ছাত্রদলের নাট্য বিষয়ক সম্পাদক শিহাব উদ্দিন বলেন, অতীতেও দেশ ও দলের যে কোন প্রয়োজনে তিতুমীর কলেজ ছাত্রদল ছিল। এখনো আছে। আগামীতেও থাকবে। দেশের এই ক্লান্তিলগ্নে তিতুমীর কলেজ ছাত্রদলের জলতরঙ্গ ইউনিটের যেসকল ভাই-সহযোদ্ধারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন তাদের সবার কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেন