নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাসের ভয়ে সবাই যখন আতংকিত, ঠিক এই সময়ে পূর্ব লন্ডনে টিম সুপার সেভেন নামে সেচ্ছাসেবি সংগঠনের আত্ম প্রকাশ ঘটেছে।
টাওয়ার হ্যামলেটস এলাকায় করোনা আক্রান্তে অথবা কোরোনার লক্ষণ দেখা দেয়ায় ‘সেলফ কোয়ারেন্টাইন’ এ আছেন এমন লোকদের জরুরীভাবে সাহায্যের কথা থাকলেও টিম সুপার সেভেন পূর্ব লন্ডনের বিভিন্ন স্থানে করোনা সতর্কতা মূলক এন এইচ এস এর লিফলেট এবং মাক্স বিতরণ করছে এক সপ্তহ যাবৎ।
করোনা ভাইরাস এর কারণে আতংকিত পরিস্থিতিতে বাঙালি সহ সব কমিউনিটিতে উদ্বেগ বাড়ছে। অনেকে অনাকাঙ্খিত পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন। অনেক পরিবারে সামান্য জ্বরের প্রকোপও আতংক ছড়াচ্ছে।
এমন পরিস্থিতিতে পুরো কমিউনিটির সাহায্যে এগিয়ে এসেছেন তারা সাতজন তরুণ। কমিউনিটিতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিদিনই বিভিন্ন জায়গায় লিফলেট আর বিনামূল্যে মাস্ক,হ্যান্ড গ্লাভস বিতরণ করছেন। আর এই কাজগুলো তারা করছেন সম্পূর্ণভাবে তাদের নিজের অর্থ দিয়ে।
শুধু এখানেই থেমে নেই তারা|বয়স্ক মানুষ যারা করোনা ভাইরাস এর ঝুঁকিতে রয়েছেন এবং যারা সেলফ আইসোলেটেড রয়েছেন তাদের কে সেবা দেয়ার জন্য খুলেছেন হেল্পলাইন|এর মাধ্যমে সেবা দিয়েছেন যাচ্ছেন তারা প্রতিদিন,প্রতিনিয়ত|
কমিউনিটির সবাই তাদের উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন, প্রশংসায় ভাসাচ্ছেন।
১৯ মার্চ পূর্ব লন্ডনের স্টেপনিগ্রীন স্টেশন সম্মূখে টিম সুপার সেভেনের সদস্যরা পথচারীদের মধ্যে করোনা সতর্কতা মূলক এন এইচ এস এর লিফলেট এবং মাক্স বিতরণ করেন।
এ সময় টিম সুপার সেভেনের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আব্দুল বাছিত বাদশা, এনামুল হক লিটন, এজে লিমন, শেখ সাদেক, তাজবির চৌধুরী শিমুল
টিম সেভেনের অন্যান্য সদস্যরা হচ্ছেন- হাবিবুর রহমান হাবিব, বাবর চৌধুরী, লুবেক চৌধুরী