বাংলায় একটি প্রবাদ আছে, ‘গরিবের কথা বাসি হলে ফলে।’ যদিও সরকার বাহাদুর আমার এই কথাগুলো শুনবেন না তবুও না বলে পারছিনা দেশের স্বার্থে মানুষের স্বার্থে খুব বেশি প্রয়োজন মনে করছি বলার। আমার নিম্নোক্ত উপদেশগুলো একটু ভেবে দেখুন।
* পৃথিবীর সকল দেশের সাথে যত ধরনের যোগাযোগ ব্যবস্থা রয়েছে তা বন্ধ করা হউক।
* প্রবাসী ভাইদেরকে এই মুহূর্তে দেশে প্রত্যাবর্তনের সুযোগ না দেওয়া।
*বাংলাদেশের চারদিকের সীমান্ত কড়াকড়ি নজরদারির আওতায় রাখা। এমনকি পানিপথেও যেন কেউ প্রবেশ করতে না পারে।
* স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় মাদ্রাসা মক্তব সহ সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান কিছুদিনের জন্য বন্ধ রাখা।
* জনবহুল মার্কেটগুলো বন্ধ রাখা।
* গণজমায়েত, সভা-সমাবেশ, রেলী, মানববন্ধন, জনপ্রিয় খেলাধুলা ইত্যাদি আপাতত বন্ধ রাখা।
* বিয়ে বৌভাত ইত্যাদিতে বড় কোন অনুষ্ঠান যাতে না হয় তার জন্য সব ধরনের কনভেনশন সেন্টার বন্ধ রাখা।
* গণপরিবহন যেমন: বাস-ট্রেন, বিমান, লঞ্চ আপাতত কিছুদিনের জন্য বন্ধ রাখা।
* বিমান বন্দরে সতর্ক দৃষ্টি রাখা।
* মহামারী আকার ধারণ করলে প্রতিটি মানুষের চিকিৎসা সুনিশ্চিত করা।
আবহাওয়া জনিত কারণে বাংলাদেশ করোনার ভয়াবহ আকার ধারণ করবে না এই চিন্তা মাথায় রেখে দিবি না ঘুমিয়ে এশিয়া মহাদেশের কোন দেশে কী ধরনের সিদ্ধান্ত নিচ্ছে তার দিকে না তাকিয়ে উপরে উল্লেখিত বিষয়গুলো যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করুন।
শুধুমাত্র জনগণকে সচেতন করার পরামর্শ দিয়ে নিজেরা চুপ করে বসে থাকবেন না।
প্লিজ বিষয়গুলো ভেবে দেখুন। বাংলাদেশের প্রতিটি মানুষকে এই মহামারি’র হাত থেকে রক্ষা করার দায়িত্ব এড়িয়ে যাবেন না। দেশের একটি মানুষও যাতে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ না করেন সেদিকে সজাগ থাকুন।