আওয়ামী সরকারের কাছে আমার মতো সাধারণ জনতার ছোট্ট কয়েকটি প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র জয় নানান সময়ে বিভিন্ন উপলক্ষের কারনে যে বারবার বাংলাদেশে এসে থাকেন, এইসব ভ্রমণের খরচগুলো কে বহন করে? কিভাবে তিনি এতো টাকা পান? জয়ের আয়ের উৎসই বা কি? এসকল প্রশ্ন গুলোর সদুত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি!
পত্রিকা মারফত প্রায়ই জানতে পারি সজীব ওয়াজেদ জয় প্রায়ই বিভিন্ন কাজের উদ্দেশ্যে বাংলাদেশে আসেন এবং বিমানে প্রথম শ্রেণিভুক্ত ক্লাসে যাতায়াত করেন। আমরা যদি আমেরিকা থেকে প্রতি ভ্রমণে সর্বনিম্ন দেড় লক্ষ বাংলাদেশী টাকাও ধরি তাহলে বছরে যে তিনি কমের পক্ষে ৬ থেকে ৭ বার আসা যাওয়া করেন সেক্ষেত্রে তার খরচ হয় বাংলাদেশী টাকায় প্রায় ১০ লক্ষ টাকার মত।
আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আরও জানতে পারি যে, জয় নাকি চাকুরীর বেতন থেকে কোন অর্থ গ্রহণ করেন না, তাহলে তিনি চলেন কিভাবে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে তিনি আসলে দূর্নীতির সাথে যুক্ত? এই ধরে নেবার ক্ষেত্রটাও কিন্তু একেবারে গায়ে পড়ে জোর করে নয়।সজীব ওয়াজেদ জয় যে অতীতে শেভরন নামের একটা তেল কোম্পানীকে কোন ধরনের নিলাম ডাকা ছাড়া সরকারী সকল নিয়ম বা নীতি বিরুদ্ধভাবে একটি কম্প্রেসার কিনবার জন্য অনুমোদন দিয়েছিলেন সেটার প্রেক্ষিতে শেভরন জয়কে কিন্তু ৫ মিলিয়ন টাকা ঘুষ দেয়। এই প্রসঙ্গে উপরে বলেছি তাই এখানে আর নতুন করে বলছিনা।
জয় যে বেতন পাচ্ছে সেই বেতনের সাথে যদি আমরা বিশ্বের অন্যান্য নেতাদের বেতনের তুলনা করি তাহলে আসলে অবাক হয়ে যেতে হয়। আসুন পৃথিবীর বড় বড় রাষ্ট্রপ্রধানরা কত টাকা বেতন পায় একটু দেখে নিই।
*আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামার মাসিক বেতন প্রায় ২৫ লক্ষ ৭০ হাজার টাকা
* ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের মাসিক বেতন প্রায় ১৪ লক্ষ ৮০ হাজার টাকা
* কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপারের মাসিক বেতন প্রায় ১৮ লক্ষ ৫০ হাজার টাকা
* জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মাসিক বেতন প্রায় ১৬ লক্ষ ২০ হাজার টাকা
* ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মাসিক বেতন প্রায় ২ লক্ষ ৩৫ হাজার টাকা
* চীনের প্রেসিডেন্ট জি জিনপিং-এর মাসিক বেতন প্রায় ১ লক্ষ ২৮ হাজার টাকা
উপরের সবার বেতন একত্রিত করলে মোট মাসিক বেতন হয় ৭৮ লক্ষ ৮৩ হাজার টাকা।