এই জন্মসূত্রে কেউ গরীব হয়ে জন্মায়. . কেউ ধনী হয়ে জন্মায়। জন্মসূত্রেই কেউ লাভ করে প্রচুর সম্পদ,, প্রতিপত্তি,, ক্ষমতা। আর এই জন্মসূত্রেই কেউ লাভ করে দারিদ্রতা,, বন্চনা,, ক্ষমতাহীনতা।
বাংলাদেশের প্রক্ষিতে জন্মসূত্রে রাষ্টীয় ক্ষমতাও লাভ করে। যাক সেদিকে না গেলাম আজ…
জন্মসূত্রে লাভ করে কেউ রাজসিক জীবন যাপন. . . আর এই জন্মসূত্রেই কেউ লাভ করে দারিদ্রতার যাতাকলে পিষ্ট জীবন ।
কেউ শৈশবে দামি রির্মোট কন্ট্রল গাড়ি, বিমান চালায়- এসি বাড়ি গাড়িতে বিলাসী জীবন যাপন করে,,
তখন আরেকজন গভীর রাতে ঘুম ভেঙ্গে ভিজে আলথালু হয়ে বসে থাকে বৃষ্টির তীব্রতায়। খেলনা, সে তো সুদূর কল্পনা. . পুরাতন নষ্ট বিয়ারিং/ডুম্বুর, বতল দিয়ে বানানো গাড়ি জুটে সর্বচ্চো।
কৈশরে যখন একজন ৫\৬ টা টিউশন নিয়ে ভাল রেজাল্টের নেশায় মত্ত,, তখন আরেক জন চিন্তায় থাকে আগামী মাস থেকে স্কুলে যাবে নাকি রিক্সার প্যাডেল ধরবে ?? বাবার একার আয়ে তো ভাই বোনদের খাবার জুটছে না।
যৌবনে এসে একজন বাবার গড়া বিশাল সম্পদের ভান্ডারে অমুক ম্যানেজার,তমুক ডিরেক্টর হয়ে জয়েন করে. . .
আরেক জন পিওয়নের বা নিন্মমানের পদবীতে একটা চাকরী নিয়ে আজীবন ডিরেক্টর সারের গোলাম হয়ে কাটায়।
তারপর একদিন ডিরেক্টর সাহেব বাবা হন। বাবা হন সেই পিওন টাও।
তারপর সে চক্র . . . (বলে রাখা ভাল কিছু মানুষ নিজের মেধায়, পরিশ্রমে এই চক্র ভেঙ্গে বের হতে পারে।তবে তারা উদাহারন মাত্র… সংখ্যায় তারা অতি নগন্য)
মাঝে মাঝে আমার কাছে এই বিষয়টা খুব অবিচার মনে হত। সৃষ্টিকর্তা এই জায়গাটাতে অনেক পক্ষ্যপাত করেন. . . আমার ধারনাটা ভূল ছিল। সৃষ্টিকর্তা সুবিচারক …..
পৃথিবীতে প্রতিটা সন্তানকে যদি জিজ্ঞেস করা যায়, তুমি যদি আবার পৃথিবীতে আসো তবে কার ঘরে আবার জন্ম নিতে চাও.. ??
আমার বিশ্বাস ধনী গরীব নির্বিচারে সবাই এক বাক্যে বলবে,, আমি আবার আমার মায়ের কোলে জন্ম নিতে চাই। আমি আবার আমার বাবার আদর পেতে চাই. . . (এখানেও লাখে বা কোটিতে একজন ব্যাতিক্রম থাকতে পারে,, কারন টা নাই বলি)
এই পৃথিবীতে প্রতিটা মা বাবা তার সন্তান কে অসীম ভালবাসে… কেউ তার সন্তান কে তা আবার বুঝতে দেয় না।অনেক সময় উল্টা টা বুঝায়, কেন করে তারাই ভাল জানেন। হয়তো সেই মা টা চায় তার মেয়েটা যেন তার মতোই শক্ত মনের অধিকারী হয়।
হে সৃষ্টাকর্তা তোমাকে অনেক ধন্যবাদ,, পৃথিবীর সবাইকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা বাবা দেওয়ার জন্য।
আমরা সবাই যেন আমাদের মা বাবা কে সবটুকু দিয়ে ভালবাসি. . কারন আমাদের প্রতি ভালবাসায় তারা সর্বদা অকৃপন , অফুরন্ত ।