আজ সোমবার, ১লা ডিসেম্বর, ২০১৪ ইং
বিজয়ের মাসের শুরু। আমরা জানি এই মাসের ১৬ তারিখে আমাদের বাংলাদেশ শত্রু মুক্ত হয়।
৩০ লাখ শহীদ আর ২ লাখ মা বোনের সম্ভ্রমহানির মাধ্যমে অর্জিত স্বাধীনতার সাক্ষর আমাদের এই বিজয়ের মাস…।
আমরা আমাদের অন্তরের সকল শ্রদ্ধার সাথে স্মরন করছি সেই লক্ষ শহীদদের যাদের তাজা প্রানের বিনিময়ে এই মাসেই বিশ্বের মানচিত্রে একটা সার্বভৌম দেশ হিসাবে বাংলাদেশ তাঁর নিজের স্থান দখল করে।
বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্টতম ঘটনা হলো ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের এক ঐতিহাসিক ঘটনার মধ্যদিয়ে বাঙ্গালি জাতির কয়েক হাজার বছরের সামাজিক, রাজনৈতিক স্বপ্নসাধ পূরন হয় এ মাসে।
বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়।
স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা।
অর্জন করে নিজস্ব ভূখন্ড। আর সবুজের বুকে লাল সূর্য খচিত নিজস্ব জাতীয় পতাকা।