জয়, সজীব ওয়াজেদ জয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে। আওয়ামিলীগ শাসনামলে যার পরিচয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা। আপনি তার দুর্নীতির আমল নামায় কিছুই খুজে পাবেন না প্রিন্ট মিডিয়া অথবা ডিজিটাল মিডিয়াতে।কেননা এগুলোর নিয়ন্ত্রকই হচ্ছে সরকার প্রধানের ছেলে সজীব ওয়াজেদ জয়। অথচ এই জয় কিভাবে সহজ সরল বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলতেছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার দুর্নীতি করে বাংলাদেশকে প্রায় এক পংগু দেশ বানানোর এক পায়তারা চলছে। বাংলাদেশের মানুষকে যতোই বোকা বানিয়ে উন্নয়নের নামে আওয়ামী লীগ যেই গল্প বানিয়ে শোনাক না কেন বাস্তবে দেশের উন্নয়নের নামে হরিলুট হচ্ছে খুব খারাপ ভাবে। আর এর নেপথ্যে রয়েছে সজীব ওয়াজেদ জয়। তার ও আওয়ামী লীগের সদস্যদের মাধ্যমে দেশের কয়েক লাখ কোটি টাকা দেশ থেকে বিদেশে পাচার হয়েছে এবং হয়েই চলছে। আওয়ামী লীগ সরকার , সব কিছুই হার মানিয়েছে গুম, টাকা লুট, হত্যা, ভোট চুরি কিছুই তাদের আমলনামায় বাদ নাই যে তারা করে নাই। দেশের গনতান্ত্রিক স্তম্ভ বলে আর কিছুই নেই। আছে শুধু ভয় কখন কার নামে মিথ্যা মামলা হামলা হয়। আওয়ামী লীগ শুধু জনগণের সাথেই না বিরোধী দল,সাংবাদিক, আলেম সমাজ , কবি, সাহিত্যিক দের নিয়ে যে গুম খেলা খেলেছে আর এদের উপর যে পরিমান জুলুম অত্যাচার করেছে তা মধ্যেযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে।
সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করা বাংলাদেশের বরপুত্র সজীব ওয়াজেদ জয় বহুবছর যুক্তরাষ্ট্রে বসবাস করেছেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার অভিযোগ থেকে শুরু করে মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয়। পরবর্তীতে সকল অভিযোগ প্রমানিত হয়। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এর তিনশ মিলিয়ন মার্কিন ডলার এর উৎস আন্তর্জাতিকভাবে ইন্টারপোলের মাধ্যমে তদন্তের জন্য দুর্নীতি দমন কমিশন এর কাছে আবেদন জানানো হয়। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জয় বিভিন্ন নামে বেনামে ব্যাবসা প্রতিষ্ঠান গড়ে তোলে।টেন্ডার বানিজ্য , পাওয়ার প্লান্ট বানানোর নামে জালিয়াতি , ব্যাংক লুট কি নাই এই জয়ের দুর্নীতির আমল নামায়। বাংলাদেশের ব্যাংক গুলো নাম সর্বস্ব কোম্পানি গুলো কে হাজার হাজার কোটি টাকা লোন দিয়ে সেই টাকাই বিদেশে পাচার করছে এই সরকার ও তার দলীয় নেতারা। এস আলম গ্রুপের তেরোশ মেগা ওয়াটের একটি পাওয়ার প্লান্ট বানানোর যন্ত্র পাতি কেনার কর ফাকি সুবিধা দেবার অফার দেন জয়।আর তাতে প্রায় তিন হাজার কোটি টাকা কর মওকুফ হয় এস আলম গ্রুপের। এর জন্য বাংলাদেশের বরপুত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে পনেরো কোটি টাকা ঘুষ দিতে হয় এস আলম গ্রুপের।
শেখ হাসিনা একজন স্বৈরশাসক। তার শাসনামলেই গনতন্ত্র ও বাকস্বাধীনতার চরম অবক্ষয় প্রকাশ পেয়েছে। দলীয় নেতাদের চরম দুর্নীতি ,সন্ত্রাস দমনে জিরো টলারেন্স , কথায় কথায় হামলা মামলা করা , অজ্ঞাত বাহিনীদের দিয়ে অপহরণ ,গুমের সংস্কৃতি চালু করা আর এসব কিছুর নেপথ্যে কলকাঠি নাড়ছে অবৈধ সরকার প্রধানের ছেলে সজীব ওয়াজেদ জয়।