আপনারা যখন শুভ জন্মদিন নিয়ে ব্যস্ত ,তখন আরেকদল ( খাতা কলমে অসাম্প্রদায়িক বাংলা )বাঙালি হিন্দুদের বাড়িঘর তছনছ করছে। সুনামগঞ্জের হিন্দু অধ্যুষিত শাল্লায় হিন্দুদের বাড়িঘর লুটপাট করছে।
আচ্ছা আপনি কি মুজিববাদ সম্পর্কে জানেন? সেই মুজিববাদ ধারণ করেন? যদি ধারণ করেন তাহলে বাংলার মাটিতে প্রতিটি বাঙালির অধিকার সম্পর্কে কেন কথা বলছেন না? বাঙালি হিন্দু কি আপনার ভাই না? এরা কি ভিনদেশী? তারা তো এই বাংলারই সন্তান।
আর মামুনুল হক কিংবা বাবুনগরী এরা হচ্ছে সেই লোক ,যারা জাতীয় সংগীত পরিবর্তন করতে চায়। সোনার বাংলায়, অসাম্প্রদায়িক বাংলায় এদের ন্যূনতম বিশ্বাস নাই। এরা বাংলার শত্রু, এদের প্রতিহত করা না গেলে কোনো উন্নয়নই টেকসই হবেনা বরং মোল্লা ওমরের আফঘানিস্তানের দিকে যাত্রা ত্বরান্বিত হবে।
ক’দিন আগেই সরকারের নেতারা মামুনুলের বিরুদ্ধে সরব ছিলো ,কোথাও মাহফিল করতে দেয় নি । কোন অজানা কারণে এখন একে আবার আস্কারা দেয়া হচ্ছে!
এটাই কি অসাম্প্রদায়িক বাংলাদেশ??
অতি দ্রুত ঝুমন দাস আপনকে মুক্তি দিয়ে ,হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানাই।
প্রতিবাদ করার সবারই অধিকার আছে । যে জায়গায় করার দরকার সেই জায়গায় করুন ।