মাঝে মাঝে মনে হয় সব কিছু ফেলে চলে যাই প্রকৃতির খুব কাছাকাছি, কিন্তু আর যাওয়া হয় আমি বড্ড বেশি অভস্ত হয়ে গেছি এই ব্যস্ত নগরিতে। কোন কিছুই যেন আমাকে এই ব্যস্ততা থেকে দুরে সরিয়ে রাখতে পারবে না এমকি তুমিও না। তবু তোমার স্মৃতি আমার শান্ত মনে উত্তাল ঢেউ তোলে। আমার ক্লান্ত মন এখন আর তোমার শরীর নামক মাংসের পিন্ডটাকে আর চায় না এখন সে তোমার অস্তিত্বকে নিয়ে বরং বেশি সন্তষ্ট। তোমার রংঙ্গিন আর সাদাকালো অতীত এর অস্তিত এখন আমার প্রতি মূহুর্তের সঙ্গি। ভালই যাচ্ছে এখন আমার দিনকাল তোমার ঐ মাংশপিন্ডটাকে পাবার আশায় আমি এখন আর ছটফট করি না। রাতের বেলায় আমি জোসনা দেখি অবাক চোখে গরম তপ্ত ছাদটাতে শুয়ে উষ্ণ শীতল বাতাসটা আমার শরীরে প্রশান্তির ছোয়া দিয়ে যায় মনে হয় যেন তোমার কমল হাতদুটো দিয়ে বুলিয়ে দিচ্ছে আমার মাথাটাতে। আমি বৃষ্টিতে ভিজি নগরীর নিরব অলিগলি আর ব্যস্ত মহাসরকে মাঝে মাঝে চলন্ত গাড়িগুলো আমাকে ভিজিয়ে দিয়ে যায় নোংরা জল দিয়ে তাতে তেমন কিছু আসে যায় কারো শুধু মনে পরে তোমার কমল বকুনির কথা। নগরীর কোন এক ছোট্ট ব্যাস্ত চায়ের দোকানে এক কাপ গরম চা আমাকে দেয় তোমার দেয়া প্রথম চুমুর উষ্ণতা তাতেই আমার প্রশান্তি। এখন আমি আর ভাবি না ভাবনা গুলো যেন আমাকে ভাবে। এভাবেই কেটে যায়………..
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.