যারা নিয়মিত বাংলা খবরের ওয়েবসাইটগুলোতে চোখ রাখেন, তাঁরা সবাই জানেন যে গতকাল ১৮জুন বিডিনিউজ২৪ ওয়েবসাইটটি বাংলাদেশে ব্লক করে দেওয়া হয়েছিলো। বেশ কয়েকঘন্টা বন্ধ রাখার পর খুলে দেওয়া হয় সাইটটি।
এখন সবার মনেই প্রশ্ন, কেন বন্ধ করা হয়েছিলো বিডিনিউজ২৪ কে। কে ছিল এর পেছনে, কেনোই বা আবার খুলে দেওয়া হলো।
একটু ঘাটাঘাটি করার পর জানতে পারলাম আসল কাহিনী। শুনলে সবাই চমকে যাবেন। আরেকদিকে বিষয়টি অনেক আশঙ্কারও বটে।
আপনারা সবাই জানেন বর্তমান বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের অবসর নেওয়ার সময় চলে এসেছে। এবং নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বিজিবির সাবেক মহাপরিচালক, যিনি বর্তমানে সেনাবাহিনীতে কোয়ার্টার মাস্টার জেনারেলের (কিউএমজি) দায়িত্বে রয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল আজিজ আহমেদ। তিনি জেনারেল হিসেবে পদোন্নতি নিয়ে সেনাপ্রধান হবেন। তার আগে আর্মি ট্রেইনিং অ্যান্ড ডকট্রিন্যাল কমান্ডের জিওসির পদে ছিলেন তিনি। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় আজিজ আহমেদকে আগামী ২৫ জুন থেকে তিন বছরের জন্য সেনাপ্রধান পদে নিয়োগের প্রজ্ঞাপন জারি করেছেন।
আজিজ আহমেদ ২০১৬ সাল পর্যন্ত চার বছর বিজিবির মহাপরিচালকের দায়িত্বে ছিলেন। তার সময়েই বিজিবি কল্যাণ ট্রাস্টের অধীনে সীমান্ত ব্যাংকের যাত্রা শুরু হয়েছিল। বিজিবি প্রধানের দায়িত্ব নেওয়ার আগে আজিজ আহমেদ কুমিল্লায় সেনাবাহিনীর ৩৩তম পদাতিক ডিভিশনের অধিনায়ক ছিলেন। বিএমএর অষ্টম দীর্ঘমেয়াদি কোর্স শেষে ১৯৮৩ সালের ১০ জুন সেনাবাহিনীতে আর্টিলারি কোরে কমিশন পান আজিজ আহমেদ।
কর্মজীবনে তিনি পার্বত্য চট্টগ্রামে জিএসও-৩ (অপারেশন্স), পদাতিক ব্রিগেডের ব্রিগেড মেজর, সেনাসদর প্রশিক্ষণ পরিদপ্তরের গ্রেড-২ এবং সেনাসদর, বেতন ও ভাতা পরিদপ্তরের গ্রেড-১ স্টাফ অফিসারের দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন স্কুল অব আর্টিলারি এবং স্কুল অব মিলিটারি ইন্টিলিজেন্সের প্রশিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৬১ সালে জন্ম নেওয়া আজিজ আহমেদের পৈত্রিক বাড়ি চাঁদপুরে। তার বাবা ওয়াদুদ আহমেদ বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করার পর আজিজ এইচএসসি পাস করেছিলেন নটরডেম কলেজ থেকে।
আজিজ আহমেদের বাবা বিমান বাহিনীর সাবেক কর্মকর্তা ওয়াদুদ আহমেদে মাতা রেনুজা বেগম। পাঁচ ভাইর মাঝে আজিজ আহমদ দ্বিতীয়।
যাইহোক এবার মুল কাহিনী তে আসা যাক-
জোসেফের কথা মনে আছে তো আপনাদের? তোফায়েল আহমেদ জোসেফ, যে কিছু দিন আগেও কারাগারে যাবজ্জীবন এর কারাদণ্ডে দণ্ডিত ছিল, এবং আমাদের রাষ্ট্রপতি তাকে কিছু দিন আগে সকল কারাদণ্ড থেকে ক্ষমা করে দেন এবং তাকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার অনুমতি দিয়েছেন।
মজার বিষয় হলো, এই তোফায়েল আহমেদ জোসেফ হলো আমাদের সদ্য নিয়োগপ্রাপ্ত সেনা প্রধানের কনিষ্ঠ ভ্রাতা, মানে ছোট ভাই। অবাক করা বিষয় না?
১৮জুন ২০১৮ তে বিডিনিউজ২৪ “নতুন সেনাপ্রধান আজিজ আহমেদ” শিরোনামে নিয়োগপ্রাপ্ত সেনাপ্রধানের সংবাদটি করে, তখন সংবাদের শেষের অংশে ২টি লাইন জুড়ে দেয়, যাতে ছিল আজিজ আহমেদ এর ছোট ভাই তোফায়েল আহমেদ এর প্রকৃত পরিচয়। লাইন দুটি আমি নিচে হুবহু তুলে ধরলামঃ
ছোট ভাই তোফায়েল আহেমদ জােসেফর কারনে সম্প্রতি আলোচনায় এসেছিল সেনা কর্মকর্তা আজিজ আহমেদের নাম।
নব্বইয়ের দশকের আলোচিত শীর্ষ সন্ত্রাসী জোসেফ সম্প্রতি রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পান।
এবং এই সংবাদটি প্রকাশ করার কিছুক্ষণ পরেই বিডিনিউজ২৪ ব্লক করে দেয় বিটিআরসি। তখনও অনেকেই লক্ষ্য করেন নাই পুরো বিষয় টা। বেশ কয়েক ঘণ্টা পর যখন বিডিনিউজ২৪ খুলে দেওয়া হলো, তখনও সেই সংবাদটি ছিল, কিন্তু রহস্যজনক ভাবে শেষ দুটি লাইন মুছে ফেলা হয়েছে। তাতেই বুঝা যায় যে কেন বিডিনিউজ২৪ বন্ধ হয়েছিল। মূলত নতুন সেনাপ্রধান শীর্ষ সন্ত্রাসী জোসেফের ভাই এই পরিচয় প্রকাশ করার কারনেই বিডিনিউজ২৪ এর টুঁটি চেপে ধরেছিল আওয়ামী সরকারের প্রশাসন। বিষয়টি খুবই লজ্জাজনক। আমাদের দেশ না শুধু বিশ্বের যেকোনো দেশেই কোন ব্যক্তি যদি সরকারি বড় কর্মকর্তা হোন, তখন তার পরিবারের ভালো খারাপ সকলের পরিচয়ই মিডিয়াতে আসে। কারন মিডিয়াকে সত্য প্রকাশের সেই স্বাধীনতাটুকু দেওয়া হয়েছে। কিন্তু আমাদের বাংলাদেশে মিডিয়ার এই ন্যুনতম স্বাধীনতাটুকু যে নাই, বিডিনিউজ২৪ ব্লক করার ঘটনার মাধ্যমে আওয়ামীলীগ সরকার আবারও তা প্রমাণ করলো। ধিক্কার জানাই শেখ হাসিনা ও তার সরকারের প্রতিটি সদস্যকে। কারো বুকে সত্যকে মেনে নেওয়ার সৎ সাহসটুকু নাই। এ সরকার আমি চাই না, চাই না কোন ভণ্ড, দুর্নীতিবাজ ব্যক্তি আবারও ক্ষমতায় আসুক।