ছাত্রলীগের সন্ত্রাসীদের অতর্কিত হামলায় যশোর জেলার আশিক ভিলা নামের একটি ছাত্রাবাসে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির যশোর জেলা শাখার সংগ্রামী নেতা কামরুল হাসান ও হাবিবুল্লাহ করুণভাবে মৃত্যুবরণ করেছেন এবং মারাত্মকভাবে আহত হয়েছেন আরেক নেতা আল মামুন। ডঃ সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের, সাবেক সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, এই নারকীয় ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ছাত্রলীগকে একটি ভয়ংকর সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করেন।
গতকাল মঙ্গলবার দেয়া বিবৃতিতে তিনি বলেন, ছাত্রলীগ সারা দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানেই সন্ত্রাস সৃষ্টি করছে। হত্যা, অপহরণ, গুম, চাঁদাবাজি, ভর্তি ও সিট বাণিজ্য, টেন্ডারবাজি, ধর্ষণসহ হেন অপকর্ম নেই যা তারা করছে না। তারা প্রশাসনের নাকের ডগায় বসে সকল ধরনের অপকর্ম করে যাচ্ছে। প্রশাসন তাদের গ্রেফতার করার পরিবর্তে সহযোগিতা করেই যাচ্ছে। তারা খুন-খারাবি করে সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটাচ্ছে।
তিনি আরো বলেন, গত ২৩ নবেম্বর ছাত্রলীগের সন্ত্রাসীরা যশোরের আসিক ভিলা নামক একটি ছাত্রাবাসে দিনে-দুপুরে হামলা করে ইসলামী ছাত্রশিবিরের নেতা এম.এম. কলেজের ছাত্র হাবিবুল্লাহ ও কামরুল হাসানকে পিটিয়ে নৃশংসভাবে হত্যা করেছে ও আল-মামুনকে গুরুতরভাবে আহত করেছে। এ ঘটনা থেকেই বুঝা যাচ্ছে দেশে ছাত্রলীগ কী ভয়ংকর সন্ত্রাস সৃষ্টি করছে।
তিনি ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কামরুল হাসান ও হাবিবুল্লাহ হত্যার অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। তিনি নিহতদের পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করেন। একইসাথে তিনি মারাত্মকভাবে আহত শিবির নেতা আল মামুনের আশু সুস্থতা কামনা করে মোনাজাত করেন।