বিধি নিজেকে আর গোপন কর না-
যে মুক্তির পথ চায়
তার জন্য জটিল হয়ো না,
তাকে দেখাও মুক্তির উপায়
বিধি নিজেকে আর গোপন কর না।
ধ্বংস হতে তাকে বাচাও
যে জন নষ্ট হতে চায় না,
তাকে তুমি বাচিতে দাও
বিধি নিজেকে আর গোপন কর না।
সত্যের মূল্যায়ন কর
কারো বিশ্বাস ভেঙ্গে দিও না,
আকুতি বা আক্ষেপ যাই ধর
বিধি নিজেকে আর গোপন কর না।
কাউকে স্বপ্ন দেখিয়ে
তা সম্পুর্ন মিথ্যা বানিয় না,
বল, মানুষ বাচিবে কি নিয়ে?
বিধি নিজেকে আর গোপন কর না।
সত্যের এমন করুন পরাজয়
অনেক হয়েছে আর না,
মূল্য দাও করুনা নয়
বিধি নিজেকে আর গোপন কর না।