তুচ্ছ ঘটনায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপে উত্তেজনা দেখা দিয়েছে। আজ শনিবার দুপুরে জুনিয়র এক কর্মী সিনিয়র এক ছাত্রলীগ কর্মীকে ‘তুই’ সম্বোধন করায় ঘটনার সূত্রপাত হয়।
ছাত্রলীগ সূত্র জানায়, আজ শনিবার দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় লাইব্রেরি চত্বরে বসে ছাত্রলীগ কর্মী মিজানুর রহমান মিঠুকে রুহুল আমিন নামের জুনিয়র এক ছাত্রলীগ কর্মী ‘তুই’ সম্বোধন করেন। মিঠু ঘটনার প্রতিবাদ জানালে তাদের দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শাহীন নামের আরেক ছাত্রলীগ কর্মী রুহুলের পক্ষ নিয়ে বাকবিতণ্ডা শুরু করলে দলীয় নেতা-কর্মীরা সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও সম্পাদক আয়েন উদ্দিন গ্রুপ পৃথক হয়ে মুখোমুখি অবস্থা নেয়। এসময় আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে প্রক্টর প্রফেসর ড. চৌধুরী মোহাম্মদ জাকারিয়া ও সহকারী প্রক্টর মুসতাক আহমেদ ছাত্রলীগ কর্মী মিঠু ও রুহুলকে সেখান থেকে তার অফিসে নিয়ে যান। পরে ছাত্রলীগ সভাপতি ইব্রাহিম হোসেন মুন ও সাধারণ সম্পাদক আয়েন উদ্দিনের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়। তবে বিষয়টি নিয়ে দুই গ্রুপের মধ্যে এখনো চরম উত্তেজনা বিরাজ করছে।
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.