মন খারাপ হওয়া ইদানিং রুটিন হয়ে দাঁড়িয়েছে। আজ সকালে আকাশ মেঘলা ছিলো। বৃষ্টির স্বাদ নিতে আমি আর আমার দুই বন্ধু চলে গেলাম নদীর পারে। কারন, এই ইট সিমেন্টের জঙ্গলে বৃষ্টির স্বাদ পানসে।
বৃষ্টির ফোটা এক এক করে গায়ে মাখছি, এমন সময় ৮-১০ জন নির্জন নদীর পারে আসলো।
আমাদের তো আর তাদের নিয়ে মাথা ঘামাবার সময় নেই! তখনো আমরা গরমে ঝলসানো শরীরে বৃষ্টির পানি মাখতে উন্মত্ত!
আমরা যে দিকে ছিলাম সেদিকেই একটা ট্রলার এসে ভিড়লো। ২ জন যাত্রী, একজন কালো মতোন বয়স চল্লিশোর্ধ, মুখে দাঁড়ী, পরনে লুঙ্গি আর শার্ট। আরেকজন কমবয়সী প্রায় ৩০ বছরের মতো, জিন্স আর টি-শার্ট পরা। তারা ট্রলার থেকে নামলো। কিছু বুঝে উঠার আগেই সেই ৮-১০ জন ছেলে যারা আমার সমান কিংবা ২বছরের বড় হবে তারা মধ্যবয়সী লোকদুটোকে কলার ধরে মাটিতে ফেলে দিয়ে বেদম ভাবে লাথি মারতে লাগলো। হটাৎ একজন রডের মতো কিছু একটা দিয়ে বুকের মাঝে ঘাঁ করলো, লোকটি কুঁকড়িয়ে পরে গেলো। তারপর তাদের হাটুতে রড দিয়ে জোরে জোরে মারলো। লোক দুজনের আর্তনাদ আমাদের কানে পৌঁছালেও কোন একটি অদ্ভুত কারনে তাদের ভেতর কোন প্রতিক্রিয়াই ফেললো না। মুখে বমি চলে আসলো।
ছিঃ এরা নাকি জীবজগৎ এর শ্রেষ্ঠ প্রাণী!
লজ্জা লজ্জা!
এখন মনে হচ্ছে, ব্রহ্মা কি ভুলটাই করছে মানুষ সৃষ্টি করে। শান্তিময় পৃথিবীতে নর্দমার কীটগুলোকে সৃষ্টি করে…..
Hey GOD, Where are u?
are you alive??