আজকাল সবাই স্মার্টফোন ব্যাবহার করছে। এটি যেমন জীবনকে সহজ করে দিচ্ছে তেমনি জীবনকে হুমকির মুখেও ঠেলে দিচ্ছে। এই স্মার্টফোন ব্যাবহারের কারনে এখন প্রায় দুর্ঘটনা ঘটছে যা কাম্য নয়। আজকে আমি স্মার্টফোনের ঝুঁকিপূর্ণ ১০ টি কারনের কথা বলবো যা কখনো করবেন না।
১) একদম চার্জ শেষ না হয়ে গেলে চার্জ দিবেন না ।
২) চার্জ সম্পূর্ণ হয়ে গেলে অতিরিক্ত চার্জ দিবেন না ।
৩) একদম কম চার্জে কথা বলবেন না । কারন তখন অনেক বেশি পরিমাণ রেডিয়েশন ছড়ায় যা অনেক ক্ষতিকর ।
৪) রাতে চার্জ দিয়ে কখনো ঘুমাবেন না ।
৫) স্মার্টফোন কখনো বালিশের নিচে রাখবেন না ।
৬) আগুনের পাশে, ল্যাপটপের/টিভির উপরে, পিসি/সাউন্ড বক্সের পাশে ফোন রাখবেন না ।
৭) স্মার্টফোন ব্যাবহার করতে করতে গরম হয়ে গেলে কিছুক্ষণের জন্য ব্যাবহার করা বন্ধ করে দিন ।
৮) হঠাৎ গরম হয়ে গেলে বা ভাইব্রেশন দেওয়া শুরু হলে ব্যাটারি খুলে ফেলুন ।
৯) ব্যাটারি ফুলে গেলে সে ব্যাটারি ভুলেও ব্যাবহার করবেন না ।
১০) মোবাইল চার্জে রেখে কখনো কথা বলবেন না ।