সময় এর খোঁজ থেমে গেছে, থেমে গেছে নীল আকাশে ডানা ঝপটানো পাখির ওরাউরি, সময় কে নিষ্ঠুরতার ছকে আটকে, আঁকতে চাই না কোন জীবনের ছবি। যে জীবন ছিল শুধু উরে ভেসে বেরানোর, ভালবাসার অর্থে শুধু বন্ধুত্তের ছন্দে। আজ সে সময়টা খুব দ্রুতই ফুঁড়িয়ে গেছে। নীল রঙ টা ও বদলাচ্ছে খুব দ্রুত। আকাসের সীমা পরিসীমা গণ্ডিতে পরিণত হইয়াছে। যে আকাশে গর্ব ছিল, সে আকাশে নীরবতা। যে আকাশে ভালবাসা ও আহব্বান ছিল, টা আজ সুধুই ফাঁকা। থেমে গেছে জীবনের কোলাহল। আমি এখনো বড় বেশী বেমানান এই সমাজের বাকে। আমি আজ শুধু নিজেস্য কারাগারের এক নীল বন্দি, যেখানে থেমে গেছে আকাশের রঙ ও বন্ধুত্তের কোলাহল. যেখানে শুধুই ডানা ভাঙ্গা পাখিতির পথচলা নিজেসস্য গণ্ডি রঙ ও ভালবাসা। আজ থেকে আকাশে আর বিচরণ থাকবেনা নীল পাখিটির, যে শুধুই নীল ছিল ভালবাসায়। আজ সে রঙ বিলিন হোল বাস্তবতায়। ভাসমান এক চরম সময় তোমাকে ধন্যবাদ। বারে বারে থেমে যায় এই ভাবেই নীল আকাশের অনেক পাখীর বিচরণ।
Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.