Wednesday, May 14, 2025
Nationalist View
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • প্রবাস জীবন
  • UK BNP
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন সংবাদ
    • চাকুরী
    • তথ্য ও প্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
Nationalist View
No Result
View All Result

করোনা’য় তছনছ হেলাল খানের পরিবার।

nationalistview by nationalistview
June 3, 2020
in Featured, জাতীয় সংবাদ
করোনা’য় তছনছ হেলাল খানের পরিবার।
Share on FacebookShare on Twitter

নিজস্ব প্রতিবেদক: শৈশব থেকেই আমেরিকার স্থায়ী বাসিন্দা নায়ক হেলাল খান। পারিবারিক সূত্রে। নব্বইয়ের দশকের শুরুতে বাংলাদেশে আসা–যাওয়া তাঁর। পরবর্তীকালে নায়ক হিসেবে জনপ্রিয়তা পেলে দেশেই বেশির ভাগ সময় থাকতেন তিনি। স্ত্রী, তিন ছেলে এবং নয় ভাইবোনের সবাই নিউইয়র্কে থাকেন। এ বছরের জানুয়ারিতে বাংলাদেশেই ছিলেন তিনি। হঠাৎ বাবার অসুস্থের খবরে ছুটে যান আমেরিকা। তাঁর সঙ্গে কথা হলে জানা যায় করোনার এই মহামারিতে পরিবার নিয়ে ভালো নেই এই অভিনেতা।
গত মাসে করোনা পজিটিভ হয়ে হেলাল খানের বাবা মারা গেছেন। একই কারণে মারা গেছেন তাঁর পরিবারের আরেক সদস্য। তাঁর দুই ভাই, ভাইয়ের স্ত্রী, ভাতিজা–ভাতিজিসহ ৫ জন করোনা পজিটিভ ছিলেন। এই নায়ক বলেন, ‘করোনায় আমাদের পুরো পরিবারের ওপর দিয়ে ভয়াবহ ধকল যাচ্ছে। পুরো পরিবার আক্রান্ত। সবকিছু মিলিয়ে সময়টা ভালো যায়নি।’

আমেরিকা থেকে তখন তিনি অল্প সময়ের জন্য দেশে আসতেন। সেই সময়েই ঢাকা ক্লাবে খ্যাতিমান নির্মাতা এহতেশামের সঙ্গে পরিচয় হয়। এই নির্মাতা ১৯৮৭ সালে তাঁর ছবিতে অভিনয়ের জন্য প্রস্তাব দেন হেলাল খানকে। রাজিও হয়ে যান এই তারকা। তিনি জানতেন না ছবির জন্য দীর্ঘদিন দেশে থাকতে হবে। সময়–সুযোগের অভাবে এই গুণী নির্মাতার সঙ্গে ওই সময় কাজ করা হয়নি। পরে ১৯৯৪ সালে গীতিকার ও প্রযোজক মাসুদ করিমের হাত ধরে ঢালিউড চলচ্চিত্রে পা রাখেন তিনি। তাঁর অভিষেক ছবি ‘প্রিয় তুমি’। এই ছবিতে ওমর সানী এবং মৌসুমীর সঙ্গে নবাগত নায়ক হিসেবে যোগ হয় হেলাল খানের নাম। প্রথম ছবি বাণিজ্যিক সফলতা পেলে ভাগ্য বদলে যায় এই নায়কের। পার্শ্বনায়ক থেকে হয়ে ওঠেন ঢালিউডের নায়ক হেলাল খান। একে একে তিনি ভক্তদের সাগরিকা, জুয়াড়ি, হাছনরাজা, বাজিগরসহ অনেক সফল ছবি উপহার দেন।

৫০টির মতো ছবি করে ২০০৩/০৪ সালের দিকে ঢাকাই চলচ্চিত্রে অনিয়মিত হয়ে পড়েন এই নায়ক। এই প্রসঙ্গে হেলাল খান বলেন, ‘একসময় নিম্ন মানের ভালগার ছবি হওয়ায় নিজেকে দূরে সরিয়ে নিই। তারপরে তো সিনেমার জগৎই নষ্ট হয়ে গেল। ওই সময় থেকে সিনেমা যায় যায় অবস্থা। বিলীন হয়ে যাচ্ছিল। আমাদের ভাগ্যটা খারাপ, ওই সময় চলচ্চিত্রের অবস্থা খুবই করুণ হয়ে যায়। কিছু প্রযোজক ভালগার ছবি নির্মাণে উৎসাহিত ছিল। তাঁরা কিছু টাকার জন্য এই রকম নোংরা, রুচিহীন ছবি করেছেন। সেই সময়েই প্রযোজকেরা সিনেমার বারোটা বাজিয়েছেন।’ তারপরে ওই সময়েও তাঁর ইচ্ছে ছিল, প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে সুস্থ ধারার ছবিতে লগ্নি এবং অভিনয় করবেন। চেয়েছিলেন নির্মাতা চাষী নজরুল ইসলামকে দিয়ে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জীবনীভিত্তিক একটি ছবি করবেন। পরে নানা কারণে জাতীয় কবির ওপর তৈরি চিত্রনাট্য নিয়ে কাজ করা হয়নি। পরে নির্মাতাও প্রয়াত হন। এরপরে দু–তিনটি ছবিতে অভিনয় করলেও চলচ্চিত্রে সেভাবে ফেরা হয়নি এই অভিনেতার। তিনি বলেন, এখন সিনেমার অবস্থা ভালো ইচ্ছে আছে ফেরার।
হঠাৎ অভিনয় থেকে প্রযোজনায় আসেন হেলাল খান। নির্মাতা হিসেবে ‘আশা আমার আশা’ ছবি দিয়ে যাত্রা শুরু। এই ছবিতে অভিনয় করেছেন রিয়াজ, শাবনূর, হেলাল খান প্রমুখ। এই ছবির একটি ঘটনা শেয়ার করে হেলাল খান বলেন, ‘আমাদের একটি ফাইটের দৃশ্য ছিল। আমি এবং রিয়াজ একসঙ্গে জাম্প দিব। সঙ্গে ভিলেনও ছিলেন। পরে ট্রাক থেকে পড়ে সঙ্গে সঙ্গে রিয়াজ লুটিয়ে পড়ে। সেদিন রিয়াজের পা ভেঙে গেল। রিয়াজকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যেতে হয়েছিল। আরও অনেক কারণে নির্মাতা হিসেবে প্রথম ছবিতেই অনেক ভোগান্তির মধ্যে পড়েছিলাম। পরে রিয়াজ সুস্থ হয়ে দেশে ফিরে এলে অনেক রাত পর্যন্ত শুটিং করে ছবিটি ঈদে মুক্তি দিয়েছিলাম।’পরিবারের সদস্যদের সঙ্গে হেলাল খান। ছবি: সংগৃহীতনায়ক হয়েও এই অভিনেতা জাতীয় পুরষ্কার পেয়েছেন খল চরিত্রে অভিনয়ের জন্য। এই প্রসঙ্গে তিনি বলেন, ‘জুয়াড়ী ছবিতে আমার চরিত্রে প্রথম দিকে কিছুটা নেগেটিভ ছিল, কিন্তু পরে পজিটিভ হয়। এখানে জুরিবোর্ডের যাঁরা মেম্বার, তাঁরা চিন্তা করেছেন সারা ছবিতে যেহেতু খলনায়ক, এ জন্য খল চরিত্রের অভিনেতা হিসেবেই পুরস্কার দিয়েছে।’ এই ছবিতে নামভূমিকায় অভিনয় করেন হেলাল খান। সে সময় জুয়াড়ি ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন শাকিব খান। এই নায়কের কাছে জানতে চাই আজকের সুপারহিরো শাকিব খানের সেই দিনগুলো সম্পর্কে। হেলাল খান বলেন, ‘আমাদের ওই সময় শাকিব খান থাকত দ্বিতীয় নায়ক হিসেবে। সেটে ওকে খুবই শান্ত ছেলে হিসেবে দেখেছি। ভালো ছেলে। শাকিবকে ছোট ভাই হিসেবে দেখতাম। আমার সঙ্গে ওরা সাহসী ছবিতেও অভিনয় করেছে শাকিব। তখন শাকিব অনেক শুকনা হলেও দেখতে হ্যান্ডসাম ছিল। বয়স অনেক কম। অভিনয় ভালো করত। কিন্তু সে রকম চোখে পড়ার মতো ছিল না। সেই জায়গা থেকে দিনে দিনে শাকিবের মধ্যে ম্যাচিউরিটি এসেছে, ভালো করেছে। নিজেকে বদলে শাকিব তার পরিশ্রম দিয়ে আজকের জায়গায় এসেছে।’
‘বর্তমান বাংলাদেশের চলচ্চিত্র আমাদের সময়ের তুলনায় সেভাবে এগোয়নি। কোথাও যেন স্থবির হয়ে আছে। আমাদের সময়ের মান্নার একধরনের রাজনৈতিক ছবি, রুবেলের মার্শাল আর্ট, ওমর সানী, মৌসুমী, শাবনূর তাঁদের অন্য রকম ছবি হতো। দর্শক রুচি অনুযায়ী ছবি পছন্দ করে দেখতে পারতেন। যেটা এখন কলকাতায় হচ্ছে। বিভিন্ন ধরনের ছবি তাঁরা নির্মাণ করছেন। নায়ক–নায়িকা তৈরি হচ্ছে। তারা আমাদের চেয়ে এগিয়ে গেছে। অথচ আমরা যখন কোটি কোটি টাকা দিয়ে সিনেমা বানাতাম, তখন কলকাতার বাজেট ছিল মাত্র কয়েক লাখ। আমাদের এফডিসি তারকাদের ছবিপ্রতি ৭ থেকে ১০ লাখ টাকা পারিশ্রমিক নিতাম। তখন কলকাতার অভিনয়শিল্পীরা ১ লাখ টাকা করে নিতেন। অথচ আজ ভিন্ন চিত্র। তাঁরা দিনে দিনে ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করেছেন। আমরা সেভাবে এখন জায়গা করতে পারছি না। আমাদের একজন বেশি টাকা নেয়। তার ছবি হয়তো অবশ্যই ভালো চলে। আমাদের সময় একজন নায়ককেও খেয়াল রাখতে হতো প্রযোজক যেন তাঁর লগ্নি ফেরত পান’—কথাগুলো বলেন হেলাল খান। তিনি আরও বলেন, ঢাকা এবং ঢাকার বাইরে গেলেই অনেক ভক্ত ফুল, খাবার এবং নানা উপহার নিয়ে দেখা করতে আসতেন। সেই সময়ে টাঙ্গাইলের একটি গ্রামে ‘হাছনরাজা’ ছবির শুটিংয়ের স্মৃতি এখনো তাঁর মনে পড়ে। সেই স্মৃতি স্মরণ করে এই অভিনেতা বলেন, ‘শুটিং সেটে এক বয়স্ক মহিলা এসে আমার হাত ধরে কাঁপতে লাগলেন। প্রথমে আমি ঘাবড়ে গিয়েছিলাম, পরে জানতে পারি, তিনি আমার ছবির ভক্ত। তাঁর স্বপ্ন ছিল আমাকে সামনাসামনি দেখে দোয়া করবেন। তিনি অনেক দূর থেকে আমার জন্য খাবার নিয়ে এসেছিলেন। পরে তিনি অনেক পিঠা দিয়ে যান।’হাছনরাজা ছবিতে শমী কায়সারের সঙ্গে হেলাল খান। ছবি: সংগৃহীতসে সময়ে হেলাল খানের বেশ কিছু ছবির মধ্যে যৌথ প্রযোজনায় নির্মিত ‘সাগরিকা’য় খলনায়ক চরিত্রটি তরুণদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। এই ছবির সাগরিকা গানটি অনেক দিন মানুষের মুখে মুখে ঘুরেছে। সেই গানটি তৈরি করা হয়েছিল ওই ছবির সহ–নায়ক আমিন খান এবং নায়িকা ঋতুপর্ণার। ছবি মুক্তি পেলে দেখা যায় গানটিতে ঠোঁট মেলান হেলাল খান। এই সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘তাৎক্ষণিকভাবে জানতে পারি, গানটি আমাকে দিয়ে করাবেন নির্মাতা। স্ক্রিপ্টে কিছুটা পরিবর্তন এনেছেন গীতিকার রফিকুজ্জামান। অল্প সময়ের প্র্যাকটিসে গানটি করি। শিলিগুড়ি এবং বাংলাদেশ মিলিয়ে শুটিং হয়। সেদিন আমি ভয় পেয়েছিলাম। প্রস্তুত ছিলাম না।’ তিনি আরও বলেন, সে সময় সেটের অনেকেই সাগরিকা ছবিতে আমার অভিনয়ের প্রশংসা করেছিলেন। আমার সহ–অভিনেত্রী ঋতুপর্ণা একদিন বলল, ‘দাদা, আপনি অভিনয় খুবই ভালো করছেন। কারও কথা শুনবেন না। যেভাবে করে যাচ্ছেন, এভাবেই করে যান।’
এই নায়ক এখনো খোঁজ রাখেন দেশের চলচ্চিত্রের। সবশেষ তিনি ‘ঢাকা অ্যাটাক’ ছবি দেখেছেন। তিনি বলেন, এখন তো ভালো ছবি হচ্ছে, কিন্তু দর্শক তো নেই, হল নেই। শুনেছি ছবি হিট হলেও টাকা ফিরে আসে না।

collected by- prothomalo.com

Previous Post

জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের লাইভ ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Next Post

করোনা ভাইরাস প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সচেতনামূলক লিফলেট বিতরণ

Next Post
করোনা ভাইরাস প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সচেতনামূলক লিফলেট বিতরণ

করোনা ভাইরাস প্রতিরোধে জিয়াউর রহমান ফাউন্ডেশনের সচেতনামূলক লিফলেট বিতরণ

Recent

রাতের ভোটের আওয়ামী লীগ সরকার

রাতের ভোটের আওয়ামী লীগ সরকার

September 16, 2023
নির্বাচনের নামে ভেল্কিবাজি

নির্বাচনের নামে ভেল্কিবাজি

August 21, 2023
বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ

বিচার বিভাগের স্বাধীনতায় হস্তক্ষেপ

June 13, 2023

Categories

  • English Articles (5)
  • Featured (426)
  • Sangramtv Show ‘এসময় বাংলাদেশ’ (1)
  • somo-samoik (1)
  • STV ENGLAND (6)
  • UK BNP (65)
  • UK emergency (3)
  • Uncategorized (33)
  • Video (5)
  • অন্যান্য (2)
  • অন্যান্য (41)
  • অন্যান্য (115)
  • অ্যান্ড্রয়েড (3)
  • আইসিটি (1)
  • আওয়ামী লীগের সন্ত্রাস (6)
  • আন্তর্জাতিক (15)
  • ইসলামিক (73)
  • কবিতা (13)
  • খেলাধুলা (4)
  • গল্প! আসল গল্প!না (2)
  • গুম-খুন-হত্যা (1)
  • চাকুরী (1)
  • চিন্তাভাবনা (19)
  • চিন্তাভাবনা (28)
  • জাতীয় সংবাদ (90)
  • জীবনের গল্প (9)
  • ডি জি এফ আই (1)
  • তথ্য ও প্রযুক্তি (2)
  • দুর্নীতি (9)
  • দুর্নীতি (6)
  • ধর্ম (2)
  • ধর্ম ও দর্শন (3)
  • ধর্ম-দর্শন (11)
  • ধর্মীয় চিন্তা (2)
  • পাঠক কলাম (22)
  • প্রবন্ধ (450)
  • প্রবাস জীবন (10)
  • ফিচার (4)
  • ফেসবুক থেকে (16)
  • বাংলাদেশ (3)
  • বাংলাদেশের রাজনীতি (4)
  • বিজ্ঞান ও প্রযুক্তি (1)
  • বিনোদন (1)
  • বিনোদন সংবাদ (2)
  • বিশ্ব রাজনীতি (1)
  • বিশ্ব রাজনীতি (3)
  • ব্যাক্তিগত কথন (13)
  • ব্লগ (21)
  • ভিডিও গ্যালারী (3)
  • ভৌতিক গল্প (1)
  • ভ্রমন গল্প (1)
  • মতামত (5)
  • মুক্ত চিন্তা (14)
  • মুক্তিযুদ্ধ (5)
  • যুদ্ধাপরাধ (7)
  • রম্যরচনা (9)
  • রাজনীতি (135)
  • রাজনীতি (231)
  • রাজনৈতিক ভাবনা (51)
  • শিক্ষাঙ্গন (1)
  • সন্ত্রাস (9)
  • সমসাময়িক (31)
  • সমসাময়িক (5)
  • সমসাময়িক বিষয় (14)
  • সমাজ চিন্তা (24)
  • সমাজ চিন্তা (68)
  • সাদাসিধে কথা (2)
  • সারাদেশ (97)
  • সাহিত্য (1)

Nationalist View – analysing Bangladeshi politics.
Copyright © 2020 Nationalist View – All rights reserved.

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • শিক্ষাঙ্গন
  • প্রবাস জীবন
  • UK BNP
  • খেলাধুলা
  • অন্যান্য
    • বিনোদন সংবাদ
    • চাকুরী
    • তথ্য ও প্রযুক্তি
    • মতামত

© 2025 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.