নিজস্ব প্রতিবেদক: মানুষ_মানুষের_জন্য
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
শ্রীমঙ্গল উপজেলা ও পৌর শাখা কর্তৃক আয়োজিত
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশনায়
জাতীয়তাবাদী দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মাঝে দ্বিতীয় ধাপে ঈদের উপহার সামগ্রী বিতরণ করেছেন যুক্তরাজ্য বিএনপি সাবেক ক্রিড়া সম্পাদক শরফরাজ আহমেদ শরফু।
- উপহার সামগ্রী বিতরণকালে উপস্হিত ছিলেন-
১. এম. এ. ইদ্রিছ আলী প্রচার সম্পাদক মৌলভীবাজার জেলা বি. এন.পি।
২.সরফরাজ আলী বাবুল সদস্য মৌলভীবাজার জেলা বি. এন.পি।
৩. নিয়ামুল হক তরফদার সহ সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল।
৪. সৈয়দ আবু জাফর সালাউদ্দিন সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক শ্রীমঙল উপজেলা ছাত্র দল।
৫.জাহান আহমদ সহ সভাপতি মৌলভীবাজার জেলা যুবদল।
৬.মীর এম.এ. সালাম সাবেক সভাপতি শ্রীমঙল পৌর যুবদল।
৭.সাইফুর রহমান শিপু যুগ্ম আহ্বায়ক শ্রীমঙল উপজেলা ছাত্র দল।
৮.ইয়াসিন আরাফাত রবিন সাবেক সাধারণ সম্পাদক শ্রীমঙল পৌর ছাত্র দল।
৯.সামী মাহমুদ চৌধুরী সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক শ্রীমঙল পৌর ছাত্র দল।
১০.লুপ্পা আহমেদ সাবেক সাংগঠনিক সম্পাদক শ্রীমঙল সরকারি কলেজ ছাত্র দল।
১১. সাবেক ছাত্র নেতা নজরুল আহমেদ, নাছির আহমেদ, শাহিন আহমেদ, নাঈম আহমেদ ও আরো অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।