কতিপয় সুশীল/ সুশীলরা আপনারা ভাদ্র মাসের রাস্তার নেড়ি কুত্তার মতো আচরণ করেন কুত্তার মতো জাগ্রত হন, নতুবা মৃত হয়ে থাকেন,এই যে বৈশ্বয়িক দুর্বিপাক যেখানে সমগ্র পৃথিবীর মানব জাতি এক ভয়াবহ সময় পার করছে সেখানে আপনারা নীরব নিথর জীবিত না মৃত তাও বুঝার উপায় নেই ,বাংলাদেশ নামক রাষ্ট্রটির উদ্ভট রাতের ভোটের অবৈধ স্বৈরশাসকের অসভ্য ইতর শ্রেণীর কতিপয় মন্ত্রী যখন প্রলাপ বকলো তখন ও আপনারা নাকে তেল দিয়ে গভীর ঘুমে,এই যে ত্রান নিয়ে তেলেসমাতি তাও আপনারা চেতনার বড়ি খেয়ে একেবারে গর্ভবতী হয়ে বুঁদ আছেন ,এই যে নিম্ন মানের পিপিই আমদানি করে স্বাস্থ্যমন্রীর ছেলে কয়েক হাজার কোটি হাতিয়ে নিলো এটাকি ওর বাপের টাকা ছিল নাকি রাষ্ট্রের টাকা ছিল?? এই প্রশ্নটি ও করার নূন্যতম ক্ষমতা আপনাদের নেই. গণ স্বাস্থ্যকেন্দ্রের উদ্ভাবিত যে টেস্টিং কিট তা এই সরকার ফিরিয়ে দিয়েছে কারণ বিদেশ থেকে নিম্নমানের টেস্টিং কিট আমদানি করে বেশি টাকা লুটপাট করে পকেট ভারী করা যাবে,এভাবেই চলছে ফটো সেশন এর বাহারি নাটক ,কৃষকের ধান না পাকতেই কেটে ফটো সেশন চলছে ,আরো মজার বিষয় হলো খেতে ধান কেঁটে দিয়ে ফেলে আসলেন তো এই কৃষকের একা এই ধান গুলি বাড়িতে আনার ক্ষমতা কি আছে? যদি থেকে থাকে তাহলে সে ধান কেটেও আনতে পারবে, এই সব যাত্রা পালা মঞ্চস্থ করার আরো ও সময় পাবেন,সুশীল /সুশীলারা আপনাদের নিশ্চয়ই মনে আছে ১৯৭১ সনে যখন মহান মুক্তিযুদ্ধ চলছিল তখন ও আপনারা ক্যালকাটার থিয়েটার রোডে তাস পিটিয়ে সময় কাটিয়েছেন ,শুরা আর সাকীর সমন্বয়ে পিকনিক করে বেড়িয়েছেন ,নিষিদ্ধ পল্লীতে ঘোরে বেড়িয়েছেন আর অখ্যাত মেজর দের নেতৃত্বে সাদেক হুসেন খোকা , .ইফ্ফাত, মন্টু, রা গেরিলা যুদ্ধ করে এদেশ মাতৃকা কে উদ্ধার করেছে আজকের যুদ্ধেও আমাদের সেই অখ্যাত মেজরদের অনুসারীরাই মানবতার সেবায় সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে , শুধু দেশে নয় বিদেশেও উদাহরণ এক নারায়ণগঞ্জের যুবদল সভাপতি ওয়ার্ড কাউন্সিলার খোরশেদ যিনি নিজে পকেটের টাকা দিয়ে হ্যান্ড সেইনিটাইজার তৈরী করে হাজার হাজার মানুষের মধ্যে বিতরণ করেছেন, যিনি নিজে মুসলমান হয়ে ও হিন্দু ভাই বোনের লাশের মুখাগ্নি করেছেন ,যেখানে করোনা আক্রান্ত চিকিৎসকের বাড়ি রক্ষার তাগিদ নেই প্রশাসনের বা সরকারি নেতাদের সেখানে এই মানুষটি একা একটি টিম নিয়ে মানুষের সেবায় দিন রাত কাজ করে যাচ্ছেন ,এটা হলো বাংলাদেশের ঘটনা এবার আসি যেখানে আমরা বসবাস করছি এই বিশ্ব মোড়লদের রাজধানী সমগ্র পৃথিবীর এই লন্ডন নগরী , এখানেও সেই অখ্যাত মেজরের অনুসারী সাত জন টিম ৭ গঠন করে সর্বপ্রথম মানবিক সাহায্য সহায়তা শুরু করেছেন ,এই সাত তরুণ হলেন ,এনামুল হক লিটন,আব্দুল বাসিত বাদশা,বাবর চৌধুরী ,শেখ সাদেক,এ জে লিমন,লুবেক চৌধুরী,হাবিবুর রহমান, শিমুল তাসবীর চৌধুরী,এর মধ্যে এ জে লিমন করণআক্রান্তদের সাহায্য করতে গিয়ে এবং নিজেও NHS এর কর্মী ফ্রন্ট লাইনে কাজ করার ঝুঁকি নিয়ে সংক্রমিত হয়ে যান এবং মহান আল্লাহর ইচ্ছায় সুস্থ হয়ে আবার পুর্নোদ্দমে মানব সেবায় কাজ করে যাচ্ছেন ,যেরকম যুদ্ধে আহত মুক্তিযুদ্ধারা সুস্থ হয়ে মাঠে ফিরে গিয়েছিলেন বলেই দেশ স্বাধীন হয়ে ছিল আর তাদের সেই শ্রম ঘাম কে ক্যাপিটিলাইজ করে চেতনার গাঁজার যে ব্যবসা আপনারা খোলে বসেছেন তার অবসান হয়,এবং করোনা উত্তর বাংলাদেশ যেন অখ্যাত মেজরের অনুসারী হ্যামিলনের বংশীবাদক শুধু স্বপ্নদ্রষ্টা নয় স্বপ্নের বাস্তব রূপ দেয়া সেইসব তরুণদের নেতৃত্বে এগিয়ে যায় ,সেই প্রত্যাশায় করোনামুক্ত বিশ্ব দেখার অধীর অপেক্ষায়, মহান আল্লাহ আমাদের সহায় হউন ,
(লেখাটি তপন চৌধুরীর ফেচবুক থেকে নেওয়া)
তপন চৌধুরী- লেখক ও রাজনিতিক