আমি বিশ্বাস করি মানব জাতি এক এবং স্রষ্টার দৃষ্টিতে অভিন্ন।
হিংসা বা প্রতিহিংসা চরিতার্থ করার কোন সুযোগ নাই।
আমি ফৌজিয়া খিলজী সোহেলী
প্রতিহিংসাকে পুঁজি করে রাজনীতি করিনা।
ভৌগোলিক ভাবে রাজনীতি আমার পরিবারের রক্তে মাংসে মিশে আছে।
প্রতিহিংসার
রাজনীতির করতে চাইলে আমার পোস্টটা দশ হাজার সেয়ার হয়ে যেতো যদি আমি উনার পদ পদবি দিয়ে লিখতাম।
এটা ছিলো আমার স্রেফ অসংগতিক লেখার প্রতিবাদ।
আমি হিংসাত্মক মনোভাব নিয়ে লিখাটা পোস্ট করি নাই।
আমি পোস্ট করেছি সমাজে একজন দায়িত্ববান বিজ্ঞ লোকের
কুরুচি পূর্ণ স্ট্যাটাস কিভাবে এত হীনমনতার পরিচয় বহন করে।
করোনা মহামারী সারা জাহানকে স্হবির করে দিয়েছে।
উন্নতশীল দেশ গুলো রিতিমত নিজেদের ক্ষমতা আত্মসমর্পণ করে আকাশের দিকে হাত তুলে আল্লাহ এক স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে যাচ্ছেন। দলে দলে লোক মুসলিম হচ্ছে।
অমুসলিমরা মসজিদে গিয়ে প্রার্থনা করছে।
কতটা কঠিন এই করোনা ভাইরাস।
ঠিক এই মহা দূর্যোগের মূর্হুতে আসমানী গজবকে জামাত শিবির এবং বিএনপির সাথে তুলনা করা হয়।
একজন আওয়ামীলিগের থানা কমিটির দায়িত্বশীল লোক হয়ে তা কি করে সম্ভব হয়ে ছিলো।
#করোনা ও জামাত শিবির বিএনপি হতে দূরে থাকুন।
নিরাপদ জীবন যাপন করুণ।
আল্লাহ আমাদেরকে রহমত দান করুণ।
একটাই কথাই বলতে চাই
পারলে দুঃখ প্রকাশ করুণ।
অন্যথায় বিতর্ক সৃষ্টি করবেন না।
দয়া করে।
যেখানে দায়িত্বরত চিকিৎসক ধনী, গরীব, মুসলিম,খৃষ্টান, হিন্দু, বৌদ্ধ কোন ভেদাভেদ ছাড়া নিরালস শ্রম দিয়ে যাচ্ছে।
পাশাপাশি আল্লাহর সুন্তুষ্টির জন্যে কোরআন তেলওয়াত করে যাচ্ছেন।
ঠিক সেই মূর্হুতে কেফায়েত সাহেবের এমন স্ট্যাটাস কি দেওয়া উচিত ছিলো??
জাতির কাছে আমার ❓
ব্যাপারটা স্বাভাবিক করতে চেয়েছিলাম কিন্তু তা আপনাদের কিছু সংখ্যক মানুষের স্ট্যাটাস দেখে সত্যি তাজ্জব হয়ে গেলাম।
তাই আবার লিখতে বাধ্য হলাম।
পারলে দুঃখ প্রকাশ করুণ।