নিজস্ব প্রতিবেদক: চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীদের উদ্দেশ্যে দেশনায়ক জনাব তারেক রহমানের খোলা চিঠি:-
মরণঘাতী ভাইরাস মোকাবেলায় ‘ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী’দের জন্য পার্সোনাল প্রটেকশন ইকুইপমেন্ট (পিপিই) অত্যাবশ্যকীয়।
তবে সরকার পর্যাপ্ত পরিমানে পিপিই সরবরাহ করতে পারেনি।
এই অবস্থায় ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশন ও ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ, ড্যাব’ এর উদ্যোগে শুক্রবার (১০ এপ্রিল ২০২০) থেকে ‘ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মী’দের মাঝে ‘পিপিই’ বিতরণ কর্মসূচি শুরু করা হয়েছে।
পর্যায়ক্রমে দেশের ৮৪টি বেসরকারি মেডিক্যাল কলেজ এবং ডেন্টাল কলেজ হাসপাতালের ডাক্তার নার্স এবং স্বাস্থ্যকর্মীদেরকেও এই সংগঠনের উদ্যোগে ‘পিপিই’ দেয়া হবে।
কর্মসূচির প্রাক্কালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ফাউন্ডেশনেই চেয়ারম্যান তারেক রহমান বলেন… ‘করোনা ভাইরাস পরিস্থিতিতে সম্পূর্ণ দলীয় কিংবা রাজনৈতিক স্বার্থের উর্ধে উঠে এই মুহূর্ত থেকেই আমাদের প্রতিটি নাগরিক একে অপরের সহায়তায় ভূমিকা রাখা এখন সময়ের দাবি’।