নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও জুড়ী উপজেলার টিএন খানম সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক ইমরানুল হকের বাড়ীতে পুলিশ তল্লাশি চালিয়েছে। এ সময় তাকে ঘরে না পেয়ে মালামাল তছনছ করেছে।
রবিবার রাতে তার গ্রামের বাড়ী জুড়ীতে একদল পুলিশ তল্লাশি চালায়। জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক রাজনৈতিক মামলা রয়েছে। তিনি একাধিক মামলার গ্রেফতারী পরোয়ানার আসামী বলে জানা গেছে।
এদিকে তার বাড়ীতে পুলিশি তল্লাশির প্রতিবাদ জানিয়েছেন যুবদল ও সাবেক ছাত্রদল নেতৃবৃন্দ। সিলেট জেলা যুবদলের আহবায়ক সিদ্দিকুর রহমান পাপলু, সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নুরুল আলম সিদ্দিকী খালেদ ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এডভোকেট সাঈদ আহমদ এক বিবৃতিতে বলেন, পুলিশ সবসময় বিরুধী রাজনৈতিক নেতাকর্মীরা বাড়ীতে তল্লাশির নামে হয়রানি করছে। নেতৃবৃন্দ, দলের সাবেক এই ত্যাগী নেতার বাড়ীতে গিয়ে তলাশির তীব্র নিন্দা জানান।