আজ শনিবার সন্ধ্যায় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে নির্বাচন ব্যাবস্তাকে ধ্বংস করা হয়েছে বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের অধিনে কোন সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সিটি করপোরেশন নির্বাচনে দুই সিটিতেই ভয়াবহ কারচুপি ও লুট করে ফলাফল নিয়ে যাওয়া হয়েছে। এসবের প্রতিবাদে রবিবার সকাল ছয়টা থেকে সন্ধা ছয়টা পর্যন্ত হরতালের ডাক দেন তিনি।
আজ শনিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলে। এবার ভোট গ্রহণে দুই সিটিতে ব্যবহার করা হয় ২৮ হাজার ৮৭৮টি ইভিএম।
দুই সিটি মিলিয়ে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও আলোচনা এবং মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ এবং বিএনপির চার প্রার্থীর মধ্যেই।