স্যাম: গল্পের শুরুতে বলে রাখা ভালো, সাপ ও ব্যাঙ দুটোই রুপক অথ ব্যাবহার করা হয়েছে। দুটোই উভচর প্রানী। খাবারের ধরন প্রায় এক রকম। তবে খুব সাবধানে খাবারের সন্ধান করতে হয়। না জানি কখন কাকে খাবার হিসাবে বক্ষন করে, রিক্স কিন্তু থেকেই যায়। খাবার ত খেতেই হবে! যাই হোক খাবারের সন্ধানে তারা ভের হলো হঠাৎ করে সাপ দেখলো একটা তরতাজা ব্যাঙ পানির উপরে বসে আছে তা দেখে সাপ আনন্দে ব্যাঙ টাকে ধরতে গেলো, ব্যাঙ প্রান ভয়ে পালাতে লাগলো কিছু ধুরে একটা শাপলা ফুলের পাতায় বসে পড়লো!সাপ ও আহার ধরতে ছুটে পড়লো, সাপটি খুব নিকঠে চলে গেলো প্রায় ধরে ফেলবে এমন সময় কোথায় থেকে একটা চিল সাপ টি কে শিকারে পরিনত করলো এবং সাপটি চিলের খাবারে পরিনত হলো এবং উপর আলার উপর বিশ্বাস রাখা ব্যাঙটি শেষমেশ বেচেঁ গেলো৷
ফলাফল সব খাবার সবসময় খেতে নেই, ধরন দেখে খাবার গ্রহন করতে হবে, বলাতো যায়না কখন কোন খাবার গলায় বেধে যায় আর তা মৃত্যুর কারন হয়ে দাড়ায়৷